সবারবেলায় সত্য বলি

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ১৬, দগ্ধ ১৫০

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

তিনি জানান, নিহতের মধ্যে সিএমএইচে ১১ জন, কুর্মিটোলা হাসপাতালে ২ জন, বার্ন ইনস্টিটিউটে ১ জন এবং ঢামেকে ১ জন রয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে মোট ১৫০ জন। বিমানের পাইলট বর্তমানে সিএমএইচের আইসিইউতে ভর্তি রয়েছেন।

Get real time updates directly on you device, subscribe now.