রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
তিনি জানান, নিহতের মধ্যে সিএমএইচে ১১ জন, কুর্মিটোলা হাসপাতালে ২ জন, বার্ন ইনস্টিটিউটে ১ জন এবং ঢামেকে ১ জন রয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে মোট ১৫০ জন। বিমানের পাইলট বর্তমানে সিএমএইচের আইসিইউতে ভর্তি রয়েছেন।