সবারবেলায় সত্য বলি

মিরসরাইয়ে পূজা পরিষদ নেতা গুলিবিদ্ধ

মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার মস্তাননগর এলাকায় এ ঘটনা ঘটে। রাজিব উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, রাতে মহাসড়কের পাশে একটি মোটরসাইকেলে অমল নামের এক ব্যক্তির পেছনে বসে ছিলেন অনির্বাণ চৌধুরী রাজিব। এ সময় মুখোশ পরা সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে এসে গুলি ছোড়ে। এতে অমলের পায়ে একটি গুলি এবং রাজিবের কোমরের দুই পাশে দুটি গুলি লাগে।

আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে রাজিবকে হাসপাতালে আনা হয়। তার পিঠে কোমরের দুই পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেকে পাঠানো হয়েছে।’

রাজিবের এক প্রতিবেশী বলেন, ‘দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও বুঝে উঠতে পারছি না।’

মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল তুহিন বলেন, ‘এক্সরেতে রাজিব দাদার শরীরে গুলির চিহ্ন স্পষ্ট দেখা গেছে। রাতেই তার অপারেশন না হওয়ায় আমরা খুবই হতাশ। দ্রুত চিকিৎসা না হলে অবস্থা আরও খারাপ হতে পারে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

Get real time updates directly on you device, subscribe now.