সবারবেলায় সত্য বলি

বাকলিয়া এক্সেস রোডে জুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন

নগরের বাকলিয়া এক্সেস রোডে জুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে জুটের গুদামে আগুন লাগে। পরে তা পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা, কালুরঘাট, লামাবাজার ও আগ্রাবাদ স্টেশনের মোট ৯টি ইউনিট রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টার পর ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তখনও নির্বাপণ কাজ চলছিল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পর্যাপ্ত পানি না থাকায় শুরুতে সমস্যায় পড়তে হয়। তারপরও ভোররাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

অন্যদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, নিখোঁজের খবরও নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের ধোঁয়া প্রায় দুই কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Get real time updates directly on you device, subscribe now.