নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মুজাহিদুর রহমান এ শোকজ করেন। সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
শোকজের চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেল অভিযোগ করেন, গত ১৯ ও ২০ ডিসেম্বর নির্বাচনি প্রচারণার সময় মহাসড়কে মিছিলের মাধ্যমে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আপনার (গিয়াস উদ্দিন) পক্ষে প্রধান নির্বাচনি এজেন্ট নিয়াজ মোর্শেদ এলিট ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে প্রকাশ্যে টাকা বিতরণ করেছেন। আপনার উপরোক্ত কার্যাবলি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১০(ক) এবং ১১(ঙ) বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
‘এ অবস্থায় আপনার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে কেন সুপারিশ পাঠানো হবে না, তা আগামী ২৪ ডিসেম্বর বিকাল ৩টায় ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।’
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিন্দ্বিতা করাছেন। তারা হলেন– আওয়ামী লীগের মাহবুব উর রহমান (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবদুল মন্নান (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. নুরুল করিম আফছার (একতারা), বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাত পাঞ্জা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মো. ইউসুফ (টেলিভিশন), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দীন (ঈগল) ও জাতীয় পার্টির মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী (লাঙ্গল)।