সবারবেলায় সত্য বলি

চকরিয়া ও ঈদগাঁওয়ে আ.লীগ, পেকুয়ায় বিএনপির জয়

কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। চকরিয়ায় আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাইদী ও ঈদগাঁওতে আবু তালেব বিজয়ী হয়েছেন। অন্যদিকে পেকুয়ায় বিজয়ী হয়েছেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু।

ষষ্ঠ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও বর্তমান চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী পুনরায় বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। দোয়াত কলম প্রতীকে ৫৬ হাজার ১২৬ ভোট পয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জাফর আলম (ঘোড়া) প্রতীক পেয়েছেন ৫২ হাজার ২৫২ ভোট।

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব (টেলিফোন) পেয়েছেন ১৫৯৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের শামশুল আলম পেয়েছেন ১১১৩৭ ভোট।

অন্যদিকে পেকুয়ায় বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.