চট্টগ্রামের শিবিরক্যাডার সরোয়ার প্রকাশ বাবলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা বাবুল নামে এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে বায়েজিদ বোস্তামি থানার চালতাতলী পূর্ব মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তার সরোয়ার বায়েজিদ বোস্তামী এলাকার খোন্দকারপাড়ার আবদুল কাদেরের ছেলে। বিষয়টি আজকের বেলাকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি বলেন, ‘দুর্ধর্ষ শিবিরক্যাডার সাজ্জাদের অন্যতম সহযোগী আরেক শিবিরক্যাডার সরোয়ারকে আমরা গ্রেপ্তার করেছি। তার সাথে বাবুল নামে আরও একজন সহযোগী ছিলেন। তিনিও একটি মামলায় ১০ বছর সাজা খেটে বের হয়েছেন।’
ওসি আরও বলেন, ‘সরোয়ারের নামে ১৪টি মামলা আছে। গত ১৮ জুলাই বহদ্দারহাট পুলিশ বক্স পোড়ানো, পুলিশের ওপর আক্রমণ, হত্যা এবং গোলাগুলির ঘটনার প্রধান সন্দেহভাজন। তাকে রাতে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আমরা রিমান্ড আবেদন করবো।’
দুর্ধর্ষ সন্ত্রাসী সরোয়ার ও ম্যাক্সন একসময় ছিলেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শিবিরক্যাডার সাজ্জাদ আলীর সহযোগী। ২০১৭ সালের ৩১ আগস্ট জামিনে বের হয়ে কাতার চলে যান সরোয়ার ও আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী নুরুন নবী ওরফে ম্যাক্সন।
চট্টগ্রামের অপরাধ জগতে তারা মানিকজোড় হিসেবে পরিচিত। ২০২২ সালের নভেম্বরে ভারতের দক্ষিণ কলকাতার হরিদেবপুর থেকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।