সবারবেলায় সত্য বলি

শোকাবহ আগস্টে মিরসরাই আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

শোকের মাস আগস্ট শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট)। এ মাসেই সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি নিয়েছে।

বুধবার (৩১ জুলাই) দলের দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। এতে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী সংগঠনসমূহের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে— শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নতুন ভবনের সামনে শোক র‌্যালি। ১৫ আগস্ট সকালে প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং সকাল থেকে বিকেল পর্যন্ত মাইক বাজানো।

৮ আগস্ট সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’র জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা। এছাড়া প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নে শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা আওয়মীলীগ বছর ব্যাপি কার্যক্রম scaled

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী আজকের বেলাকে বলেন, আগুন–সন্ত্রাসের ধ্বংসলীলা আবার শুরু হয়েছে। এ ‘নারকীয় তাণ্ডবের’ বিরুদ্ধে মতভেদ ভুলে আমাদের লড়তে হবে একসঙ্গে। মান-অভিমান সব ভুলে যেতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের কান্ডারি।

শোকের মাস আগস্ট ঘিরে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপজেলার প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নে ভিন্ন ভিন্ন সময়ে আমরা কর্মসূচি দিয়েছি। এ সময় তিনি কর্মসূচি সফল করতে উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.