সবারবেলায় সত্য বলি

বঙ্গবন্ধুর স্মৃতি আমাদের থেকে মুছে ফেলা যাবে না—রুহেল

শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক র‍্যালীর আয়োজন করেছে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ। র‌্যালীটি বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে মিরসরাই সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

মাহবুব উর রহমান রুহেল বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি আমাদের থেকে মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি করা যাবে না। আজকে সকলের উপস্থিতি এটা প্রমাণ করে যে— আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর চেতনায় রাজনীতি করি।

d62b8d47 312d 4a7d 981b a28fdc5bcafd

কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে রুহেল বলেন, আমাদের নতুন প্রজন্ম অনেক সেনসেটিভ। তাদের উস্কে দিয়ে ও তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি, জামায়াত-শিবির আমাদের তৈরি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ছাত্রদের সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।

5b8c4f71 f27e 4677 aee5 f2ab77e65670

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবতী, মিরসরাই উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাৎ হোসেন মনছুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুদ্দীন চৌধুরী রুপম ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।
1772cd26 45f3 4b5d 97f7 e829bae3bad4 e1722516813759সমাবেশে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসএস/এসআই
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.