সবারবেলায় সত্য বলি

মিরসরাইয়ে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক পেলো ১৫৮ জন নারী

মিরসরাইয়ে ১৫৮ জন নারী কর্মীদের মাঝে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে।

পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের (আরইআরএমপি) নারী কর্মীদের জমাকৃত সঞ্চয়ী ১ কোটি ৬৪ লক্ষ ২৪ হাজার ২৫৩ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় প্রকৌশলী কার্যালয়ের কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন সভাপতিত্ব করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রনি সাহার পরিচালনায় নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

এতে সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান ও পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস/এসআই
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.