আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার অভিযোগ, চান্দগাঁওয়ে আটক ২

নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার নুরনগর হাউজিং সোসাইটির মাঠে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) বিকেলে তাদের আটক করা হয়। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানা পুলিশ।

আটকরা হলেন, হানিফ (৩২) ও সাজ্জাদ হোসেন (৩০)। হানিফ চট্টগ্রামের লোহাগাড়া থানার মাতাব্বর পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাফিজ আহমদ। অন্যজন সাজ্জাদ হোসেন বোয়ালখালীর চলনদ্বীপের বাসিন্দা।

পুলিশ জানায়, দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

Comments (০)
Add Comment