চট্টগ্রামে আরও ১৪৭ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু নেই

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৪৭ রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন রোগী।

আরও পড়ুন: এইচএসসি পাসেই ডায়াবেটিস-মেডিসিন বিশেষজ্ঞ

এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৩৬ জন। চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৩ জন। এছাড়া ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭২ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৯ জন।

এদিকে ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। বাড়ির আশপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

এসআই/আজকের বেলা
আজকের বেলাচট্টগ্রামডেঙ্গুমৃত্যু
Comments (০)
Add Comment