‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা এখন চট্টগ্রামে

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলম এখন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হিসেবে যোগদান করেছেন। গত ২৫ মার্চ তিনি যোগদান করেন।

রোববার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল-১-এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) তৌহিদুল হোসেন।

২০১৭ সালের ১৮ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়ে তৎকালীন উপ-পরিচালক মো. মাসুদ আলমকে নিয়ে করা মন্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হয়।

ওইদিন এ কর্মকর্তাকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না?’

মূলত গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সেদিন তাকে সতর্ক করেছিলেন। এরপর মন্ত্রীর সেই কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরবর্তীসময়ে মাসুদকে নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যদিও মন্ত্রীর সেই সতর্ক বার্তার পরপরই বদলে যান বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলম। পদোন্নতি পেয়ে ২০২২ সালের ২১ জুন খুলনা বিআরটিএর বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তার দায়িত্বকালীন বদলে যায় খুলনা বিআরটিএর চিত্র। তার হাত ধরেই ডিজিটাল যুগে প্রবেশ করে খুলনা বিআরটিএ। শুরু হয় বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ, কমে দালালদের দৌরাত্ম্য।

এদিকে চট্টগ্রামে দায়িত্ব নিয়েই চট্টগ্রামের গ্রাহকের ভোগান্তি জিরো পর্যায়ে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মাসুদ আলম।

তিনি বলেছেন, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। দালালমুক্ত বিআরটিএ করা ও পরিবহন শ্রমিক নেতাদের রশি টানাটানি বন্ধে উভয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সুন্দর পরিবেশ তৈরিতে কাজ করবে চট্টগ্রাম বিআরটিএ।

এসআই/আজকের বেলা
আজকের বেলাচট্টগ্রামবিআরটিএ
Comments (০)
Add Comment