চট্টগ্রামে কমবে তাপপ্রবাহ

দেশজুড়ে বেড়েছে তাপপ্রবাহ। গতকাল (১৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা পার হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে সারাদেশে জনজীবনে নাভিশ্বাস। ফ্যানের বাতাসেও মিলছে না স্বস্তি।

এদিকে আজ (১৭ এপ্রিল) থেকে চট্টগ্রামে ঝড়-বৃষ্টি হওয়ার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। এতে চট্টগ্রামের জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ থেকেই চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে। এ দুটি অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসআই/আজকের বেলা
আজকের বেলাআবহাওয়াচট্টগ্রাম
Comments (০)
Add Comment