চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টা ২০ মিনিট থেকে ১০টা ২৫ মিনিটের পতেঙ্গা কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিমানবাহিনীর YAK130 ট্রেনিং ফাইটার বিমানটি পতেঙ্গা এলাকায় বিধ্বস্ত হয়। বিমানে থাকা দুই পাইলট অক্ষত আছেন। প্যারাস্যুটের মাধ্যমে দুই পাইলট আত্মরক্ষা করতে পারলেও বিমানটি বিধ্বস্ত হয়।
পরে বিমানবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারের দুই পাইলটকে নিয়ে যায়। সেটি খুঁজতে ডুবুরি, ফায়ার ফাইটার ও বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন।
চট্টগ্রাম বিমানবাহিনীর একজন কর্মকর্তা বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন। আরেকজন সুস্থ আছেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজকের বেলাকে বলেন, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে আকাশেই আগুন ধরে যায়। এটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে পড়ে।
তিনি বলেন, ঘটনাস্থলে বিমানবাহিনী, পুলিশ ও সরকারি বিভিন্ন সংস্থার লোকজন রয়েছেন। তারা বিমানটি উদ্ধারে কাজ করছেন।