বৃহস্পতিবার থেকে কমিউটার ট্রেন চলবে চট্টগ্রামে

চট্টগ্রামে স্বল্প পরিসরে শুরু হচ্ছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১ আগস্ট) স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন চলবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

মঙ্গলবার (৩০ জুলাই) রেল মন্ত্রণালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশন থেকে বৃহস্পতিবার চট্টগ্রাম-নাজিরহাট কমিউটার ট্রেন চলাচল করবে। একইসঙ্গে সিজিপিওয়াই থেকে বুধবার চলাচল শুরু করবে তেলবাহী কন্টেইনার।

রেলের কর্মব্যবস্থাপক (পূর্ব) সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার নিয়মিত তেলবাহী কন্টেইনার সিজিপিওয়াই থেকে ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নাজিরহাট কমিউটার ট্রেন পরিচালনা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনের কারণে পরিস্থিতি অবনতি হওয়ায় ১৮ জুলাই থেকে প্রায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১৩ দিন পর স্বল্প পরিসরে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

এসআই/আজকের বেলা
আজকের বেলাচট্টগ্রামট্রেন
Comments (০)
Add Comment