চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

চট্টগ্রাম নগরে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকার সৈয়দশাহ বিদ্যুৎ অফিসের মুখে এ ঘটনা ঘটে। এ সময় বেশকিছু গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় পেশকার বাড়ির সজিব, দিদার ও বেলাল নামে তিন জনের মধ্যে একটি জমি নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকেই কথা কাটাকাটি হয়। পরে সেটা সংঘর্ষে রুপ নেয়। এখানে বিএনপির দুটি গ্রুপ একেকজনের পক্ষ নেয়।’

তিনি আরও বলেন, ‘রাত ১১ দিকে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত আমরা সেখানে যাই। সেনাবাহিনীও ছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। সংঘর্ষ চলাকালে পথচারীসহ ছয় থেকে সাতজন আহত হয়েছেন। কোনো গোলাগুলি সেখানে হয়নি। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।’

সংঘর্ষের জড়িতরা বিএনপির কোন নেতার অনুসারী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। এখন পর্যন্ত তারা কার সমর্থক সেটা আমরা জানতে পারেনি। তবে যারা সংঘর্ষে জড়িতরা বিএনপির দুটি পক্ষ।’

এসআই/আজকের বেলা
আজকের বেলাআহতচট্টগ্রামবিএনপি
Comments (০)
Add Comment