আগ্রাবাদ এলাকা থেকে নগর যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আগ্রাবাদ এলাকার সাউথল্যান্ড শপিং মলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবলীগ নেতার নাম দেলোয়ার হোসেন খোকা। তিনি নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ আজকের বেলাকে বলেন, ‘দেলোয়ার হোসেন খোকা একটি মামলার এজাহারনামীয় আসামি। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ওই মামলা করা হয়েছিল। শনিবার আগ্রাবাদ এলাকা থেকে তাকে স্থানীয় জনতার সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’