ভাটিয়ারীতে ১২০০ পিস ইয়াবাসহ কারবারি আটক

সীতাকুণ্ডের তাবাকু খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারি। বুধবার (১৩ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় ইয়াবা বেচাকেনার সময় ১ মাদক কারবারিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা এবং আটক মাদক কারবারির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।