চন্দনাইশে রোডমার্চে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাধারণ শিক্ষার্থীসহ উভয় পক্ষের নেতাকর্মীরা আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় থেমে থেমে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোডমার্চে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাঁধা দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতাকর্মীরা হাতে লাঠিসোঠা ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া করে।
এতে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা আহত হন। পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা পাল্টা ধাওয়া দেন। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েক বাস, মিনিবাসও ভাঙচুর করেন।
এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার গাছবাড়িয়া এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও সাধারণ জনগণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার জন্য দোকান বন্ধ করে দেন স্থানীয় দোকানিরা।
যুবলীগ নেতা রাশেদ, ছাত্রলীগ নেতা ইমরান, ফারুক, তুর্য, মিনহাজ, রিয়াসাদ, ইফতেকান হোসেন শুভ, করিম, তানভির ইসলাম রিয়াদ, জিহান, ফারুক, জিএম করিম জিসান, দুর্জয়, ইয়ামিন, হাছান, মিজান সহ অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান। আহত বিএনপি নেতাকর্মীদের নাম পাওয়া যায়নি।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে।