২১ টাকায় এক কেজি আপেল!

চীন থেকে আমদানি করা প্রায় ২৫ টন আপেলের নিলামে সর্বোচ্চ দর উঠেছে ৫ লাখ ৫ হাজার টাকা। এর সঙ্গে আনুষঙ্গিক খরচসহ প্রতি কেজি আপেলের দাম পড়ছে প্রায় ২১ টাকা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম কাস্টম হাউসের নিলামের চিত্র এটি। কাস্টম হাউসের নিলামের দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার আবদুল হান্নান বলেন, চীন থেকে বন্দরে আসা আপেলের চালানটির রিমোভাল লিস্ট (আরএল) পেয়েছি জুনে।

প্রক্রিয়া শেষ করে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। সংরক্ষিত মূল্য ধরা হয়েছিল ৪২ লাখ ৩৫ হাজার টাকা।
নিলামে ১৩৬ জন অংশ নেন। এর মধ্যে মেসার্স মাসুম এন্টারপ্রাইজ সর্বোচ্চ ৫ লাখ ৫ হাজার টাকা দর দিয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্প্রতি মহিষের মাংসের যে নিলাম হয়েছে তা এখনো খালাস হয়নি। নিলাম কমিটির সব সদস্যের মতামতের ভিত্তিতে নিলামপণ্য খালাস হবে।

এসআই/আজকের বেলা
আজকের বেলাআপেলচট্টগ্রামবন্দর
Comments (০)
Add Comment