সীতাকুণ্ড ও মিরসরাইয়ে বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধকে সামনে রেখে সীতাকুণ্ড ও মিরসরাইয়ে বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টা থেকে বিজিবির সদস্যরা সীতাকুণ্ড থেকে মিরসরাই পর্যন্ত চট্টগ্রামের সীমানায় মহাসড়কে টহল দিতে শুরু করেছে।

৮ ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ আজকের বেলাকে বলেন, সীতাকুণ্ড ও মিরসরাইয়ে দুই প্লাটুন করে মোট চার প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনের সদস্যরা চারটি করে মোট আটটি টিমে ভাগ হয়ে টহল দিচ্ছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন আজকের বেলাকে বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিরসরাইতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে টানা তিনদিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

এসএস/এসআই
আজকের বেলাচট্টগ্রামবিজিবিমিরসরাইসীতাকুণ্ড
Comments (০)
Add Comment