মিরসরাইয়ে মাঠে নেই বিএনপি, লাঠি হাতে মহাসড়কে ছাত্রলীগ-যুবলীগ

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধের প্রথম দিনে মিরসরাইয়ে মাঠে নেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। তবে তাদের ঠেকাতে লাঠি হাতে মহাসড়কে মোটরসাইকেল মহড়া দিচ্ছে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

জানা যায়, মঙ্গলবার ভোর থেকে উপজেলার কোথাও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দেখা যায়নি। তবে তাদের ঠেকাতে উপজেলার বিভিন্ন স্থানে লাঠি হাতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিনের নেতৃত্বে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ওয়াহেদপুর এলাকায় উপজেলা যুবলীগের সহসভাপতি আশরাফুল কামাল মিটুর নেতৃত্বে অবস্থান নেয় যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা।

বারৈয়ারহাট পৌর এলাকায় মেয়র রেজাউল করিম খোকনের নেতৃত্বে অবস্থান নেয় নেতাকর্মীরা। জোরারগঞ্জ বাজারে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টারের নেতৃত্বে অবস্থানে নেয় দলীয় নেতাকর্মীরা। এছাড়াও লাঠি হাতে নিয়ে মহাসড়কে শোডাউন করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী আজকের বেলাকে বলেন, আমরা মাঠে নেই— এ কথা ঠিক নয়। ওপেন হতে পারছি না। তবে আমাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অবস্থানে রয়েছি।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী আজকের বেলাকে বলেন, বিএনপি-জামায়াতের নাশকতা কর্মকাণ্ড প্রতিহত করতে ও জনগণের জানমালের নিরাপত্তায় মঙ্গলবার সকাল থেকে আমরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছি। বিএনপি-জামায়াত আবারও আগুন সন্ত্রাস করতে চায়, মানুষ পোড়াতে চায়। কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা আজকের বেলাকে বলেন, বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে এবং জনগণের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে ছাত্রলীগ। পুরো উপজেলার মহাসড়কজুড়ে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা অবস্থান নিয়েছি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন আজকের বেলাকে বলেন, মঙ্গলবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি মহাসড়কে বিজিবি টহলে রয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকার পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

এসএস/এসআই
অবরোধআজকের বেলাছাত্রলীগজামায়াতবিএনপিমিরসরাইযুবলীগ
Comments (০)
Add Comment