মিরসরাইয়ে ৫০০ পরিবার পেল নিত্য প্রয়োজনীয় পণ্য

সকালে ভোরের সূর্য যখন মেঘাচ্ছন্ন দমকা বাতাস বইছে প্রকৃতিতে, তখন বৃদ্ধ, নারী-পুরুষরা ভীড় জমিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদে। মঙ্গলবার (২ এপ্রিল) মিরসরাইয়ের ওচমানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকার হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির পক্ষ থেকে এসব সামগ্রী দেওয়া হয়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতি পরিবারকে চাল, আলু, তেল, চিড়া, ছোলা, সেমাই, দুধ চিনি ও মুড়িসহ ১১ আইটেমের বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল্লাহ চৌধুরী, সদস্য মহি উদ্দিন নিজামী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিরাজ ও সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল ইসলাম।

এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল, ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. হাসানসহ ওচমানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, ইউপি সদস্য, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস/এসআই
আজকের বেলাপণ্য বিতরণমিরসরাইরমজান
Comments (০)
Add Comment