১০ বছরের সাজা কাঁধে লুকিয়ে ছিল ঘরেই, অবশেষে গ্রেপ্তার

আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাফরকে (৫৫) গ্রেপ্তার করছে পুলিশ।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাতে রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাফর বারশত ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের আব্দুন্নবীর ছেলে।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার জাফরকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বেলাআনোয়ারা
Comments (০)
Add Comment