ফটিকছড়িতে বন-কলা বিতরণ করে ৭ দিনের জেলে যুবক

ফটিকছড়িতে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষণ বাবু নামে এক যুবককে ৭ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মে) সকাল ১১টায় হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চা বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন।

জানা যায়, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা বাগানের শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করার অপরাধে প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষণ বাবু নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া জব্দকৃত প্রায় ৩০০ পিছ কলা ও ৩০০ পিছ বনরুটি ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল কোরআনীয়া তালিমুদ্দিন মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিন আজকের বেলাকে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।

এসআই/আজকের বেলা
আজকের বেলাআদালতজেলনির্বাচনফটিকছড়ি
Comments (০)
Add Comment