বোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে আহত শ্রমিকের মৃত্যু

বোয়ালখালীতে দলছুট এক বন্যহাতির হামলায় আহত লেবু বাগান শ্রমিক বিধান দে (৪৮) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৪র্থ তলায় নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) ১২ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক বিধানকে মৃত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন তার মামা নির্মলেন্দু দে। বিধান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামের মৃত ঝুনুরাম দে’র ছেলে। তার দুই ছেলে রয়েছে।

জানা গেছে, গত ২৫ জুলাই দুপুর আড়াইটার দিকে জৈষ্ঠ্যপুরা পাহাড়ের দো-চাইল্যা নামক স্থানে লেবু বাগানে কাজ শেষে বাড়ি আসার পথে একটি বন্যহাতি বিধান দেসহ ৪ শ্রমিককে আহত করে। তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান।

বিএল/এসআই
আজকের বেলাচট্টগ্রামবোয়ালখালীমৃত্যুহাতি
Comments (০)
Add Comment