মিরসরাইয়ে শিক্ষার্থীদের ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি পালন

মিরসরাইয়ে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে জেগে ওঠো ছাত্র সমাজ স্লোগানে ‘রেজিস্ট্যান্স উইক’ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটওভারব্রীজ সংলগ্নে এই কর্মসূচি পালিত হয়।

এতে সাধারণ শিক্ষার্থীরা ১৫ আগস্টকে কেন্দ্র করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের হুকুমের আসামিরা ফিরে আসার ষড়যন্ত্রকে রুখে দিতে রাজপথে তাদের এই কর্মসূচি।

একইদিন বিকালে বারইয়ারহাট ট্রাফিক মোড় এলাকায় ধর্মীয় উপাসনালয় রক্ষা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও স্বৈরাচারের দোসরদের বিচার ও ভারতীয় মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ আগস্টকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও অরাজকতার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

এসএস/এসআই
আজকের বেলামিরসরাই
Comments (০)
Add Comment