মিরসরাইয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে ১.৫ একর সরকারি রিজার্ভ বনভূমি জবর দখলমুক্ত করেছে চট্টগ্রাম উত্তর বনবিভাগ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম উত্তর বনবিভাগ আওতাধীন মিরসরাই রেঞ্জের হিংগুলী বন বিটের সীতাকুণ্ড-রামগড় রিজার্ভ ফরেস্ট মৌজার হিংগুলী পাড়া সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচলানা করা হয়।
উদ্ধার জমি হিংগুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সোনা উল্ল্যাহর (সোনা মিয়া) দখলে ছিল। ঐ জায়গার চারদিকে কাটা তার ও বাঁশের বেড়া এবং খুটি ও টিনের ছাউনি দিয়ে তৈরি লেবার সেড ভেঙে গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহেন শাহ নওশাদের নেতৃত্বে মিরসরাই রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং হিংগুলী বিটের অধীন এফসিভির সভাপতি ও সদস্যদের সার্বিক অংশগ্রহণে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মিরসরাই রেঞ্জ কর্মকতা মো. শাহেন শাহ নওশাদ বলেন, অভিযান পরিচালনা করে ১.৫ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। সংরক্ষিত বনভূমি জবর দখলকারীদের বিরুদ্ধে বন মামলা প্রক্রিয়াধীন। জবর দখলে থাকা উদ্ধারের পর চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকতা এস এম কায়চারের নির্দেশ অনুযায়ী উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বনের দখল জমি উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।