বাঁশখালী উপজেলায় বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগ পেয়ে ছোট ভাইকে বকা দেওয়ার একপর্যায়ে ইট দিয়ে আঘাত করা হয়।
সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে রাতে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওসমান গণি (২০) উত্তর সরল গ্রামের হারুনুর রশিদের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ তার বড় ভাই মোহাম্মদ মানিককে (২৪) গ্রেফতার করেছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ওসমানের বিরুদ্ধে কয়েকদিন আগে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ করেছিলেন তার চাচা। এ ঘটনা নিয়ে ওসমানকে বকাঝকা ও মারধর করেছিলেন বড় ভাই মানিক। পরে ওসমান কিছু টাকা ফেরত দেন।
স্বর্ণালঙ্কারগুলো ফেরত দেওয়ার জন্য চাপ দিতে গিয়ে গত (সোমবার) রাতে তাকে আবারও বকাঝকা এবং মারধর করেন মানিক। এ সময় ইটের আঘাতে গুরুতর আহত হন ওসমান। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এরপর দুপুরে অভিযান চালিয়ে মানিককে গ্রেফতার করে।