বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বোয়ালখালী উপজেলার সভাপতি মো. একরামুল হককে (২৯) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. একরামুল হক বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ইদ্রিস চেয়ারম্যান বাড়ির এনামুল হকের ছেলে।

চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে চান্দগাঁও আবাসিক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বোয়ালখালী উপজেলার সভাপতি মো. একরামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা রয়েছে।

এসআই/আজকের বেলা
গ্রেপ্তারচান্দগাঁওছাত্রলীগপুলিশবোয়ালখালী
Comments (০)
Add Comment