চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে এসে আ.লীগ নেতা পুলিশের জালে

নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এসে এম এ আজিজ (৬৭) নামে নোয়াখালীর এক আওয়ামী লীগ নেতা পুলিশের জালে আটকা পড়েছেন। তিনি বর্তমানে কোতোয়ালী থানার পুলিশ হেফাজতে রয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সোমবার রাতে নগরের একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কি-না দেখা হচ্ছে। যাচাই-বাছাই চলছে।

এম এ আজিজ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভা হাজিপুর হালিম কোম্পানির বাড়ি।

জানা গেছে, তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের বিশ্বস্ত সহযোগি ছিলেন। তিনি চট্টগ্রামে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।

এসআই/আজকের বেলা
আওয়ামী লীগআজকের বেলাআটকপুলিশ
Comments (০)
Add Comment