মিরসরাই উপজেলা বিএনপির তিনটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইউনিটগুলো হলো— মিরসরাই উপজেলা আহবায়ক কমিটি, মিরসরাই পৌরসভা আহ্বায়ক কমিটি ও বারইয়ারহাট পৌরসভা আহবায়ক কমিটি।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার সই বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ শাহীদুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এছাড়া দিদারুল আলম মিয়াজীকে আহ্বায়ক ও নিজাম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব করে বারইয়ারহাট পৌরসভা বিএনপি এবং মহিউদ্দিনকে আহ্বায়ক ও জাহিদ হুসাইনকে সদস্য সচিব করে মিরসরাই পৌরসভা বিএনপির কমিটি গঠন করা হয়।
সদ্য বিলুপ্ত মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমাদের কমিটির নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারবিরোধী সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা হয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকার পতন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আমরা সফল হয়েছি। এখন দলের স্বার্থে সাংগঠনিক যেকোনো সিদ্ধান্তকে স্বাগত জানাই।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার জানান, দলের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তিনটি আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তিনটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।