বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি’র রোড মার্চ মিরসরাইয়ে পৌঁছাবে আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর)। সেখানে তারা একটি পথসভা করবে।
অন্যদিকে শুক্রবার (৬ অক্টোবর) মিরসরাইয়ের বারৈয়ারহাট মোশাররফ চত্বরে কেন্দ্র ঘোষিত শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। যেখানে উভয় দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলে জানা গেছে।
একদিনের ব্যবধানে দেশের রাজনীতির দুই চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মিরসরাইয়ের রাজনৈতিক অঙ্গন।
সংশ্লিষ্টরা বলছেন, সামনে জাতীয় নির্বাচনসহ নানা ইস্যুতে রোড মার্চ করছে বিএনপি। এটি সফল করাসহ রাজনীতির মাঠ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে দলটি। ওদিকে পরপর তিনবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগও তাদের ছাড় দেবে না। ফলে রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা থেকে যায়।
জানা গেছে, ইতোমধ্যে দু’দলের বিভিন্ন ইউনিটে কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে। এই সভাকে কেন্দ্র করে মিরসরাই রাজনীতি উত্তপ্ত। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ইতোমধ্যে আওয়াম লীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১২টায় মিরসরাই সদরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তার বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খন্দকারসহ জাতীয় ও জেলা নেতৃবৃন্দ।
আরও পড়ুন: মিরসরাইয়ে বিএনপি-আ.লীগের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত, আহত ২০
অন্যদিকে শুক্রবার দুপুর ২টায় বারৈয়ারহাট মোশাররফ চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেবেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ধর্মবিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফাসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতারা।
মিরসরাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী আজকের বেলাকে বলেন, আমরা পথসভা সফল করতে কাজ করছি। আশা করি আমরা সফল হবো।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী আজকের বেলাকে বলেন, মিরসরাই শান্তির জনপদ। শুক্রবারের শান্তি সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। আমাদের অভিভাবক ইঞ্জি. মোশাররফ হোসেনের নির্দেশে দলের শান্তি সমাবেশ সফল ও জাঁকজমকপূর্ণ করতে আমরা কাজ করছি।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে তৈরি রাজনৈতিক উত্তাপের মধ্যে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে পুলিশ। আজকের বেলাকে এ কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, রোড মার্চ কিংবা সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত করতে দেওয়া হবে না। তাই দুই দলকে আলাদা দুটি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ফোর্স সর্বদা প্রস্তুত।