সোনালী ব্যাংকের রুমা শাখা থেকে কোনো টাকা লুট হয়নি: সিআইডি

বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংক শাখার ভল্ট থেকে কোনো টাকা লুট হয়নি বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই শাখা থেকে অক্ষত অবস্থায় ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার (ডিআইজি) শাহনেওয়াজ খালেদ সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান।

তিনি জানিয়েছেন, রুমা উপজেলার সোনালী ব্যাংক শাখার দুটি ভল্ট ভাঙতে পারলেও মূল ভল্টটি ভাঙতে পারেনি সশস্ত্র সন্ত্রাসীরা। ওই ভল্টেই অক্ষত অবস্থায় পাওয়া গেছে ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা।

শাহনেওয়াজ খালেদ বলেন, ‘সিআইডির চট্টগ্রাম ও কক্সবাজার ইউনিটের দুটি দল রুমায় গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে ব্যাংকের ভল্ট খুলে সব টাকা গুণে দেখা হয়। দেখা যায়, মঙ্গলবার রাখা ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার পুরোটা রয়েছে।’

তিনি বলেন, ‘দুটি চাবি একসঙ্গে দিয়ে ভল্ট খুলতে হয়। কোনো কারণে অস্ত্রধারীরা হয়তো ভল্ট খুলতে পারেনি।’

এর আগে মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করে।

সর্বশেষ এ ঘটনায় যৌথ অভিযান চলছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনা মোতায়েন করা হতে পারে বলেও জানিয়েছেন।

এসআই/আজকের বেলা
আজকের বেলাডাকাতিবান্দরবানব্যাংক
Comments (০)
Add Comment