ফেসবুকে নেতিবাচক মন্তব্য শেয়ার—সাবেক এমপি কন্যার বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেতিবাচক মন্তব্য শেয়ার করায় বাঁশখালীর সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরী কন্যা রওকতুনুর প্রিয়তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি করেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি মো. শফকত হোসাইন চাটগামী। তিনি স্থানীয় দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বাঁশখালী উপজেলা প্রতিনিধি।

মামলার আসামিরা হলেন— সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী কন্যা রওকতুনুর প্রিয়তা ও মোরশেদুল রহমান নাদিম। এছাড়া একই মামলায় অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়।

বাদীর আইনজীবী মোশাররফ হোসেন খান বলেন, ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেন মোরশেদুল রহমান নাদিম এবং একই পোস্টটি শেয়ার করেন এমপি কন্যা রওকতুনুর প্রিয়তা। তাদের দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও একজনের নামে ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়। ট্রাইব্যুনালে শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এসআই/আজকের বেলা
আজকের বেলাফেসবুকবাঁশখালীমামলা
Comments (০)
Add Comment