ভারত থেকে ডিম আমদানি শুরু হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় প্রথম চালানে ২৯৫ প্যাকেজে ৬১ হাজার ৯৫০ পিসি ডিম এসেছে বাংলাদেশে। ঢাকার বিডিএস করপোরেশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এ ডিম আমদানি করে।
আমদানি করা প্রতি পিস ডিম ভারতীয় বাজার থেকে ক্রয় করা হয়েছে বাংলাদেশি ৫ টাকা ৩০ পয়সা দরে। কাস্টমসের শুল্ক পরিশোধ ও ডিম পরিবহন খরচ দিয়ে বেনাপোল পর্যন্ত প্রতি পিস ডিমের মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৫৭ পয়সা।
বাণিজ্যিক সংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকে এভাবে ডিম আমদানি করা হলে ডিমের বাজারে যে ঊর্ধ্বগতি তা কমে আসবে।
জানা গেছে, বাজার নিয়ন্ত্রণে গত ১৮ সেপ্টেম্বর ভারত থেকে ডিম আমদানির কথা জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সে অনুযায়ী প্রথম ধাপে ভারত থেকে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেয় সরকার। পরবর্তীতে আরও ৬ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়ে মোট ১০ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেওয়া হয়।
এর মধ্যে ১ম চালানে রোববার ঢাকার রামপুরার বিডিএস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান ভারতের মেসার্স কানুপ নামের অপর একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করে।