মিরসরাইয়ে আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে পালিত হয়েছে ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব সুবর্ণ জয়ন্তী। ‘হৃদয়ের টানে প্রিয় বিদ্যাঙ্গনে’— এ প্রতিপাদ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন ঘটে বিদ্যালয় প্রাঙ্গণে।
শনিবার (৪ নভেম্বর) সকাল থেকে বিদ্যালয় অঙ্গন নতুন-পুরোনো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়। এ সময় গান বাজনায় মেতে ওঠেন তারা।
সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রাক্তনরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। পুরোনো বন্ধুদের আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল তাদের। এ সময় কেউ কেউ পুরোনো সতীর্থদের কাছে পেয়ে সময়টি ক্যামেরাবন্দী করে রেখেছেন। এছাড়াও সুবর্ণ জয়ন্তী উৎসবে বাড়তি আনন্দ যোগ দিয়েছে স্মারক গ্রন্থ স্পন্দন।
এদিন সকাল সাড়ে ৮টায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন, ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন, প্রাক্তনদের অংশগ্রহণে র্যালী, উপহার ব্যাগ প্রদান, প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ ও দুপুরের মধ্যাহ্ন ভোজে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন মোহাম্মদ ইলিয়াছ সিরাজী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।
উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইসমাঈল খান, চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. লুৎফুল আহসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক ও ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
এ সময় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম সুমন, উদযাপন পরিষদের সদস্য রাহাত মোর্শেদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেলসহ উদযাপন কমিটির বিভিন্ন উপ-পরিষদের আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।