মিরসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক নিজামীকে সভাপতি ও মিঠানালা সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অর্জুন কুমার নাথকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মোমিনুল হক ও সাধারণ সম্পাদক ইকবাল হুসাইনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে মোহাং নুরুল গণিকে সিনিয়র সহসভাপতি এবং মো. সাইফুল্লাহ, মো. মাঈন উদ্দিন, মো. সাইফ উদ্দিন, মো. আমজাদ হোসেন, ক্ষুদিরাম দাশ, ইছমত আরা চৌধুরী, মোছাম্মৎ রাশেদা বানু ও জেবুন্নেসা লাভলীকে সহসভাপতি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু কাউছার, সহ-সাধারণ সম্পাদক পদে মো. তানবিরুল ইসলাম ও জিন্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক পদে নুর জামান, সহ-সাংগঠনিক পদে উজ্জ্বল কুমার দে, দপ্তর সম্পাদক পদে প্রনব কান্তি নাথ, অর্থ বিষয়ক সম্পাদক পদে নাজিম উদ্দিন, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক পদে শওকাত আলী, কাব/স্কাউট পদে হৃদয় রঞ্জন দে, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মাইনুল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক পদে আবু সাঈদ নুর মোহাম্মদ, মহিলা বিষয়ক সম্পাদক পদে জরিনা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে লিপিকা রায়।
এছাড়াও কমিটিতে কো-অপ্ট সদস্য পদে রয়েছেন এস এম কামরুল হাসান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. হারুন অর রশীদ, আবু জাহেদ চৌধুরী, নাছিমা আক্তার ও শিউলি রায়।
প্রসঙ্গত, পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক নিজামী ২০১৩ সালে গঠিত মিরসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।