দুই নম্বর গেটে পুলিশের লাঠিপেটা, মিছিল ছত্রভঙ্গ

নগরের টাইগারপাসে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলসহ কোটা আন্দোলনের শিক্ষার্থীরা ২ নম্বর গেইটে পৌঁছা মাত্রই তাদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় পুলিশের সাথে আবারও হাতাহাতি ঘটনা ঘটে শিক্ষার্থীদের।

এদিকে লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। আহত হন বেশ কয়েকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা নগরের দুই নম্বর গেটে শুয়ে-বসে অবস্থান নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ নামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধের কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তারা বিকেল ৪টার দিকে বটতলী স্টেশনে জড়ো হতে থাকে। এরপর তারা মিছিল নিয়ে টাইগারপাস সড়ক অবরধের জন্য এগিয়ে আসে। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পুলিশ সদস্যরা তাদের পেছন থেকে এবং সামনে থেকে ঘিরে অবরুদ্ধ করে ফেলে।

বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখলেও শেষ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করেই লালখানবাজার হয়ে ওয়াসা মোড়ের দিকে যেতে থাকে। এসময় তাদের পেছন পেছন দৌঁড়ে যায় পুলিশ। এসময় ‘ভুয়া, ভুয়া’ বলে পুলিশের উদ্দেশে স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে তাদের ছত্রভঙ্গ করলেও আহত হন কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থী। এসময় একজন নারী পুলিশ সদস্যকেও আহত হতে দেখা যায়।

এরপর শিক্ষার্থীরা ফের মিছিল নিয়ে জিইসি মোড় হয়ে চলে যান ২ নম্বর গেইটে। কিন্তু সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র অবস্থান নিয়েছিল। শিক্ষার্থীরা সেখানে মিছিল নিয়ে পোঁছামাত্র পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে।

এসআই/আজকের বেলা
কোটাচট্টগ্রামপুলিশমিছিল
Comments (০)
Add Comment