চবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোট সংস্কার আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আটকে রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তাকে ছাড়িয়ে আনতে গেলে বিকেল ৩টা ৪০ মিনিটে শহীদ মিনারে আন্দোলনকারীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হন। এই মুহূর্তে প্রক্টর অফিসের সমানে আন্দোলনকারী শিক্ষার্থীরা আবারও অবস্থান নিয়েছেন। ফলে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বাধার মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনের চাবি ছিনিয়ে নেন ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের কর্মীরা। এ সময় আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে জোর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাকে ছাড়াতে গেলে আন্দোলনকারীদের হামলা করে রক্তাক্ত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতীম বড়ুয়া বলেন, আমরা হামলার বিষয়ে জানি না। আমরা প্রক্টর অফিসে রাফির ভর্তি বাতিলের জন্য আটক রেখেছিলাম।

এসআই/আজকের বেলা
আজকের বেলাকোটাচবিছাত্রলীগহামলা
Comments (০)
Add Comment