মিরসরাইয়ে বন্যার্ত শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

মিরসরাইয়ে বন্যার্ত ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বন্যা কবলিত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে বিদ্যালয়ের শিক্ষকেরা। এ সময় প্রতি শিক্ষার্থীকে ১২টি কলম, ১টি স্কুল ব্যাগ ও খাতা দেওয়া হয়।

বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক জিয়া উদ্দিন, একরামুল হক ও সহকারী শিক্ষক হাসান হাফিজ প্রমুখ।

মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, শিক্ষার্থীরা যেন বিদ্যালয়মুখী থাকে ও বন্যার কারণে যেন তারা পড়ালেখা থেকে বিচ্ছিন্ন না হোন, তাই তাদের ঘুরে দাঁড়ানোর সাহস যোগাতে আমাদের এ কার্যক্রম। আমাদের এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।

এসএস/এসআই
আজকের বেলামিরসরাই
Comments (০)
Add Comment