নির্বাচনের মাঠে ইঞ্জি. মোশাররফের মায়ার বন্ধনে ছেলে-শিষ্য

ব্রিটিশ, ভারত থেকে পাকিস্তান আমল তারপর স্বাধীন বাংলাদেশ। ব্রিটিশ সময়েই জন্ম বীর চট্টগ্রামের জননন্দিত রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের। যিনি ৮০ বছরের সুদীর্ঘ জীবনের সিংহভাগই নির্মোহভাবে কাটিয়েছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে।

মুক্তিযুদ্ধের আগে তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন। বঙ্গবন্ধু যেমন ‘৭০ এর নির্বাচন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময়ে তাঁর উপর আস্থা রেখেছিলেন। এরপরে শেখ হাসিনারও আস্থার ঠিকানায় পরিণত হন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তাইতো ৭ বার সংসদ সদস্য, সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করে চট্টগ্রামে তিনি আজ হয়ে উঠেছেন শেখ হাসিনার ঢাল। তাঁর হাত ধরে উঠে এসেছেন অনেকেই। কেউবা করছেন রাজনীতি, কেউবা হয়েছেন নেতা, আবার কেউবা হয়েছেন এমপি-মন্ত্রী।

এবার ভিন্নধর্মী এক কাজ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দলের মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর আসন (চট্টগ্রাম-১ মীরসরাই) ছেড়ে দিয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি তাঁর ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেলের জন্য মনোনয়নফরম সংগ্রহ করেন।

বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছেলে ও শিষ্যের মনোনয়ন ফরম জমা দেন ইঞ্জি. মোশাররফ

১৯৯৭ থেকে রুহেলকে শেখ হাসিনার সিদ্ধান্তে দেশের এবং মীরসরাইয়ের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত করেছেন ইঞ্জি. মোশররফ। পাই পাই করে শিখিয়েছেন মানুষের ভালোবাসাই রাজনীতির প্রাণশক্তি। তাই ওয়ান ইলেভেনের মতো কঠিন সময়ে তিনি ছিলেন ইস্পাত কঠিন দৃঢ়।

সেনা সমর্থিত সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনার পক্ষে জনমত গঠনে ইউরোপীয় ইউনিয়ন, ইউনাইটেড নেশন ও জাতিসংঘসহ দেশের অভ্যন্তরে এবং বিশ্বের বিভিন্ন মহলে নিরলসভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন রুহেল।

সোমবার (২০ নভেম্বর) সকালে তিনি দলীয় কার্যালয়ে পিতা মোশাররফ হোসেনের হাত ধরে তাঁর মনোনয়ন ফরম জমা দেন। একইদিন ইঞ্জি. মোশাররফ হোসেনের হাত ধরে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক শিষ্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামও (চট্টগ্রাম-৫ হাটহাজারী) আসন থেকে তাঁর মনোনয়ন ফরম জমা দেন। যিনি দীর্ঘদিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কমিটিতে ইঞ্জি. মোশাররফ হোসেনের সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেনের এক হাত ধরে ছেলে অপর হাত ধরে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর মনোনয়ন ফরম জমা দেওয়ার বিষয়টি চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের নজরে এসেছে।

তাদের মতে, এ যেন একই সাথে পিতা-পুত্রের ও গুরু-শিষ্যের মায়া-মমতার এক নিবিড় বন্ধন। এমন বন্ধন অটুট থাকুক নেতার সাথে কর্মীর, কর্মীর সাথে নেতার।

আওয়ামী লীগআজকের বেলাইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনএম এ সালামচট্টগ্রামনির্বাচনমাহবুব রহমান রুহেলমীরসরাই
Comments (০)
Add Comment