মিরসরাইয়ে পৌঁছে মানুষের ভালোবাসায় সিক্ত রুহেল

নিজ জন্মভূমি মিরসরাইয়ে আগেও অনেকবার গিয়েছিলেন মাহবুব রহমান রুহেল। তার সফর ঘিরে মানুষের ঢলও ছিল। আজ রুহেল মিরসরাই গেলেন আরেকবার, তবে ভিন্ন পরিচয়ে। শুধু আইটি বিশেষজ্ঞের মধ্যে আর সীমাবদ্ধ নেই তার পরিচয়, নৌকার মনোনীত প্রার্থী শব্দটাও জুড়ে গেছে নামের পাশে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেল। বুধবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে রুহেল মিরসরাই এসে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

জানা যায়, দলীয় মনোনয়ন লাভের পর বুধবার মাহবুব রহমান রুহেল মিরসরাই আসছেন— এমন সংবাদ পেয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগতম জানিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যলায়ে নিয়ে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি রায়হান কাউছার, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা যুবলীগের সহসভাপতি আশরাফুল কামাল মিঠু ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানাসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘ ৫৩ বছর পর এ আসনে নির্বাচন করছেন না সাতবারের এমপি ইঞ্জি. মোশাররফ হোসেন। তাঁর আসনে এবার নৌকার প্রার্থী ছেলে মাহবুব রহমান রুহেল।

এসআই/আজকের বেলা
আওয়ামী লীগআজকের বেলানৌকামাহবুব রুহেলমিরসরাই
Comments (০)
Add Comment