চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল

ভোটারের স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গিয়াস উদ্দিন তার আবেদনের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। সেখান থেকে ১০ ভোটারের স্বাক্ষর ও তথ্য যাচাই বাছাই করার জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। সেখানে ৭ জন ভোটারের তথ্য সঠিক পাওয়া গেলেও তিনজন ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়নি। ফলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই বিধিমালা ২০১১ এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। তাই আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

জানতে চাইলে গিয়াস উদ্দিন আজকের বেলাকে বলেন, ভোটারের স্বাক্ষরে সমস্যার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এখন কাগজপত্র নিয়ে আপিল করতে ঢাকা যাব।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহফুজা জেরিন আজকের বেলাকে বলেন, নির্বাচন কমিশন নির্ধারিত স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের এক শতাংশ ভোটারদের মধ্যে তিন ভোটার বাংলাদেশে নেই। তারা একজন দেড় বছর, দুই বছর ও চার বছর ধরে প্রবাসে রয়েছেন। এই অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও জানান এ কর্মকর্তা।

এসআই/আজকের বেলা
আজকের বেলাইসিনির্বাচন
Comments (০)
Add Comment