নির্বাচিত হলে মিরসরাইয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করার আশ্বাস রুহেলের

নির্বাচিত হলে মিরসরাইয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ৬নং ইছাখালী ইউনিয়নে নৌকার উঠান বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

এ সময় রুহেল বলেন, ‘আমি নির্বাচিত হলে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করবো। তরুণদের চাকরি না হাওয়ার পেছনে কারণ হলো— তাদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কারিগরি শিক্ষা নেই।’

তিনি বলেন, স্কুল কলেজে পড়ার পর ৬ মাস থেকে দুই বছরের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে তরুণদের জন্য। তারা যদি পড়ালেখা ভালো নাও জানে তাদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবো। এই কাজটা আরও আগে করা উচিত ছিল। নির্বাচনের জন্য কাজটা পিছিয়ে গেছে। নির্বাচনের পরে আমরা এটি নিয়ে কাজ করবো। ইতোমধ্যে বিষয়টি নিয়ে বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম–১ (মিরসরাই) আসন থেকে ছয়বার সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এবার আসনটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে মোশাররফপুত্র মাহবুব উর রহমান রুহেলকে।

এসআই/আজকের বেলা
আওয়ামী লীগআজকের বেলামাহবুব উর রহমান রুহেলমিরসরাই
Comments (০)
Add Comment