‘শেখ হাসিনা, নৌকা’ স্লোগানে মুখরিত মিরসরাই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের সমর্থকদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মিরসরাই

প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দুই স্থানে নৌকা মার্কার সমর্থনে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় ১১নং মঘাদিয়া ও ১৩নং মায়ানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’, ‘রুহেল ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগানে স্লোগানে মুখরিত হয় আবুতোরাব বাজার। এরপর হাইতকান্দি ইউনিয়নের দমদমা বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এর আগে পরপর ৩দিন উপজেলার জোরারগঞ্জ, খৈয়াছড়া, মায়ানীর বড়ুয়া পাড়া, আবুরহাট বাজার, মিরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও বামনসুন্দর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী ও মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্যাহ চৌধুরী নাজমুল।

এছাড়াও এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাদেরুজ্জামান আজাদ, সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া, মিরসরাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, হাইতকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুল ইসলাম টোটন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়ন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপনসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু আজকের বেলাকে বলেন, নির্বাচন নিয়ে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয় এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবার ভোট যেন নৌকায় হয়, সে লক্ষ্যে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে পথসভার আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য একটাই— নৌকা প্রতীকের প্রার্থী রুহেল ভাইয়ের জন্য নৌকা মার্কায় ভোট চাই।

প্রসঙ্গত, চট্টগ্রাম–১ (মিরসরাই) আসন থেকে ছয়বার সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এবার আসনটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোশাররফপুত্র মাহবুব উর রহমান রুহেল।

এসএস/এসআই

আওয়ামী লীগআজকের বেলানির্বাচনমিরসরাই
Comments (০)
Add Comment