দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনের ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান।
একইসঙ্গে নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মারধর করার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) সুপারিশ করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো প্রতিবেদনে তিনি এ সুপারিশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের সমর্থক ও অনুসারীরা জোরারগঞ্জ থানার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৯নং চরশরত এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে প্রতীক ভাংচুর, পোস্টার ছেঁড়া ও কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ করেন মাহবুব রহমান রুহেল।
এর প্রেক্ষিতে ২ জানুয়ারি দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান।
এ সময় স্থানীয়দের সাথে কথা বলেন তিনি জানতে পারেন, ওই দিন সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের নিয়ে ঘটনাস্থলের আশপাশে জনসংযোগ করেন। তিনি মিছিল নিয়ে ঘটনাস্থল অতিক্রমের সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুহেলের নির্বাচনি ক্যাম্পে উপস্থিত সমর্থকদের উদ্দেশে উসকানিমূলক বাক্য বিনিময় করেন এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখান।
একপর্যায়ে মিছিলের পেছনে থাকা কিছু অতি উৎসাহী সমর্থক নৌকা প্রতীকের সমর্থক সবুজ চন্দ্র দাশ, আকাশ রায়কে শারীরিকভাবে আঘাত করে। এ ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে ভয়ভীতি সঞ্চার হয় যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) ধারার পরিপন্থী।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সরেজমিন ঘটনাস্থলে দেখেন ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরশরত এলাকার অধিকাংশ বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী, দরিদ্র জেলে ও কৃষক। উল্লেখিত ঘটনার কারণে ভোটাররা নির্বাচন পরবর্তী নিরাপত্তাহীনতার আশঙ্কা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।