আগামী সপ্তাহের শুরুতে উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বগুড়া জেলা নির্বাচন অফিস পরিদর্শনে এসে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব (ইসি) জাহাংগীর আলম।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচন কমিশন সচিব বলেন, চার ধাপে এবারে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ধাপে কোন উপজেলার নির্বাচন কবে হবে, তা আগামী রোববার বা সোমবারে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশনের প্রত্যাশা, উপজেলা পরিষদ নির্বাচন সকলের অংশগ্রহণে দ্বাদশ জাতীয় সংসদের চেয়েও প্রতিযোগিতামূলক হবে।
প্রতীক বরাদ্দের বিষয়ে ইসি সচিব জাহাংগীর আলম জানান, আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় সমর্থনে প্রার্থী ও প্রতীক বরাদ্দ রাখবে না। তবে অন্য কোনও দল চাইলে দলীয় সমর্থনে প্রার্থী ও প্রতীক ব্যবহার করতে পারে।