জয়ের ব্যাপারে আশাবাদী নয়ন, প্রশাসনের সহযোগিতা চান আতাউর

মিরসরাই উপজেলা নির্বাচন

মিরসরাই উপজেলা নির্বাচন ৮মে ‍অনুষ্ঠিত হবে। ওইদিন উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভার ১১৩ কেন্দ্রে ৮৩৮টি ভোট কক্ষে ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭২০ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন ও হিজড়া ভোটার ২ জন রয়েছেন।

নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন ১২ জন প্রার্থী। নির্বাচনে প্রার্থী হওয়া সবাই বাংলাদেশ আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বে রয়েছেন। তবে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করায় তাদের সমর্থকদের মধ্যে ভোট নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি।

মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ), শেখ আতাউর রহমান (ঘোড়া), ফেরদৌস হোসেন আরিফ (আনারস), উত্তম কুমার শর্মা (দোয়াত কলম) ও মো. মোস্তফা (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম (চশমা), শেখ সেলিম (টিয়া পাখি), সালাহ উদ্দিন আহমেদ (টিউবঅয়েল), সাইফুল আলম (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি (কলস), উম্মে কুলসুম কলি (ফুটবল), বিবি কুলছুম (পদ্মফুল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ও ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন প্রার্থী হননি।

জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত না হলেও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মিরসরাই আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ব্যক্তিগতভাবে উপজেলা চেয়ারম্যান পদে এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ) ও ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলামকে (চশমা) সমর্থন দিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থীরা কী বলছেন…
এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ) আজকের বেলাকে বলেন, আমি নির্বাচিত হলে মিরসরাইয়ের সাংসদ মাহবুব উর রহমান রুহেল-এর উন্নয়ন কাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এলাকায় মাদক নিয়ন্ত্রণ, গ্রামীণ সড়কের উন্নয়ন, তরুণ যুবকদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, পরিবেশ রক্ষাসহ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবো। মিরসরাইয়ে নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রয়েছে। আগামী ৮মে নির্বাচনে সুষ্ঠু ভোটে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।

শেখ আতাউর রহমান (ঘোড়া) আজকের বেলাকে বলেন, আমি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্যের দায়িত্ব পালন করেছি। উপজেলা পরিষদ নির্বাচনে ব্যক্তি উদ্যোগে দলীয় প্রার্থী দেওয়ার বা সমর্থন করার কোনো সুযোগ নেই। যেহেতু দলীয় প্রতীকে ভোট হচ্ছে না তাই নির্বাচনে সকল প্রার্থীর সমান অধিকার রয়েছে। ভোটের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।

ফেরদৌস হোসেন আরিফ (আনারস) আজকের বেলাকে বলেন, মিরসরাইয়ে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের রাজনীতিতে আমার ও আমার পরিবারের যথেষ্ট অবদান রয়েছে। আমি দলীয় রাজনীতিতে কখনো ব্যক্তিগত গ্রুপ বা বলয় সৃষ্টি করিনি। অবৈধ উপার্জন করিনি। বিগত সময়ে আমি নিষ্ঠার সাথে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার যোগ্যতা বিবেচনা নিয়ে ভোটাররা আমাকে সমর্থন করবেন বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, নির্বাচনে ভোট কেনাবেচাসহ নানা চক্রান্তের কথা শুনছি। আশা করি, বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন।

মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার জাকির হোসেন আজকের বেলাকে বলেন, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ হবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এসএস/এসআই
আজকের বেলাউপজেলা নির্বাচননির্বাচনমিরসরাই
Comments (০)
Add Comment