জয়ী জাহেদ-জসিম-মুজাম্মেল, পটিয়ায় দিদার

উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া ও আনোয়ারা উপজেলায় ভোটগণনা শেষ হয়েছে। চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বোয়ালখালীতে জাহেদুল হক, চন্দনাইশে জসিম উদ্দিন আহমেদ এবং আনোয়ারায় কাজী মুজাম্মেল হক। এছাড়া জয়ের পথে আছেন পটিয়ায় দিদারাল আলম। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের বেশিরভাগ কেন্দ্রে তিনি এগিয়ে রয়েছেন।

ওই চার উপজেলায় বুধবার (২৯ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়।

বোয়ালখালীতে চেয়ারম্যানে পদে জয়ী হয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাহেদুল হক। তিনি ভোট পেয়েছেন ৩০ হাজার ৫৭৭ ভোট। তাঁর নিকটতম প্রার্থী আনারস প্রতীকের মোহাম্মদ শফিক পেয়েছে ১৯ হাজার ১১০ ভোট।

চন্দনাইশের ৬৮টি কেন্দ্রে জসিম উদ্দিন আহমেদ পেয়েছেন ৩৮ হাজার ৩৯ ভোট এবং ২২ হাজার ৭৪ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনুর।

আনোয়ারা উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হক ৫৮ হাজার ৮৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী তৌহিদুর হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট। এ উপজেলায় ২ লাখ ৩৩ হাজার ১০৯ ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৯৮ হাজার ৫৩৭টি। যার হার ৪২ দশমিক ২৭ শতাংশ।

এছাড়াও পটিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুনুর রশিদকে পরাজিত করে বিজয়ের পথে রয়েছেন চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম।

এসআই/আজকের বেলা
আজকের বেলাচট্টগ্রামনির্বাচনপটিয়াভোট
Comments (০)
Add Comment